উখিয়ার প্রাচীর ইতিহাস তেমন উল্লেখযোগ্য নয়। তা মূলত অন্ধকারে ঢাকা। বর্তমান উপজেলার সমগ্রু অঞ্জলটি গভীর জঙ্গলে পূর্ণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রেকর্ডপত্র “উখিয়া” শব্দের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। ইতোপূর্বে “উখিয়া” শব্দটি তেমন ইল্লেখযোগ্যভাবে আলোচিত হয়নি। সি এস রেকর্ডে “উখিয়া” নাম লিপিবদ্ধ করা হয়। ১৮১৪ খ্রিস্টাব্দে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির রেকর্ড-পত্রে উখিয়ার ঘাট শব্দের উদ্ভব। অনেকেই মনে করেন, “উখিয়া ঘাট” থেকে ঘাট শব্দ বাদ দিয়ে উখিয়া শব্দের উতপত্তি।
উখিয়া উপজেলা কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব দিকে অবিস্থত একটি উপজেলা। উখিয়া উপজেলার দক্ষিণে টেকনাফ উপজেলা,এবং পশ্চিমে ইনানী বিচ আর পূর্বে মায়ানমার অবস্থিত। উখিয়া উপজেলায় বন,পাহাড়,বিচ,ছিংড়ী সহ অনেক সুন্দর প্রকৃতিক দৃশ্য রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS