Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন
Details

পটভুমি : বিশ্বের মানচিত্রে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বদ্বীপ। ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ স্বভাবতই অন্যতম দূর্যোগ প্রবণ দেশ হিসাবে পরিগণিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে নানাবিধ প্রাকৃতিক দূর্যোগ এদেশের জন্য একটি পরিচিত দৃশ্যপট। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে দূর্যোগ একটি বড় অন্তরায়। বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ সমূহের মধ্যে ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, খরা, নদী-ভাঙ্গন, ভূমিধ্বস, ভূমিকম্প ইত্যাদি অন্যতম। প্রাকৃতিক দূর্যোগকে সম্পূর্ণভাবে রোধ করা মানুষের হয়তো সম্ভব নয়। দূর্যোগের দীর্ঘদিনের ইতিহাস ও অভিজ্ঞতা বিবেচনা করলে দেখা যায় যে, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক সচেতনতা করা গেলে দূর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে যেতে পারে। এ বিষয়কে বিবেচনায় রেখে প্রস্তুতি, ঝুঁকিহ্রাস, জরুরি সাড়া প্রদানসহ বিভিন্ন প্রেক্ষাপটে করণীয় নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রণীত আইন ও স্থ্ায়ী আদেশাবলীর আলোকে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপÍর ঈড়সঢ়ৎবযবহংরাব উরংধংঃবৎ গধহধমবসবহঃ চষধহ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে যা দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মাইলফলক হিসাবে কাজ করবে।

Publish Date
09/11/2014