বাংলারদেশের স্বাধীনতা যুদ্ধে উখিয়া উপজেলার মুক্তিকামী মানুষের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৯৭১ খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধকালীন সময়ের উখিয়ার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এখানো মানুষের মুখে মুখে ফিরে। বৃহত্তর চট্রগ্রাম ছিলো মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরভুক্ত। উখিয়া উপজেলা ছিলো এক নম্বর সেক্টরভুক্ত ১১ নম্বর উপ-সেক্টর। মুক্তিযুদ্ধ চলাকালে উখিয়ায় একাধিক সফল অপারেশন চলে। এতে অনেক মুক্তিযোদ্ধা আহত হয়। উল্লেখযোগ্য অপারেশনগুলো হচ্ছে :
ক) মরিচ্যা আহত অপারেশন।
ক) উখিয়া থানা অপারেশন।
গ) পালং উচ্চ বিদ্যালয় অপারেশন।
ঘ) বালুখালী রাজাকার বিরোধী অপারেশন।
ঙ) পাতাবাড়িতে বার্মা বিদ্রোহী বিতাড়ন ও অস্ত্র উদ্ধার।
মুক্তিবাহিনীর প্রথম কাতারে ছিলেন :
১। হাবিলদার আবদুল জলিল,ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)
২। নায়েক ফয়েজ আহমদ, ঐ
৩। নায়েক আবদুস সালাম, ঐ
৪। সিপাহী নূরুল ইসলাম গাজী, ঐ
৫। সিপাহী আবদুল খালেক, ঐ
৬। সিপাহী রেজাউল করিম, ঐ
৭। সিপাহী এম এ ওহাব রাজা, ঐ
৮। সিপাহী মনজুর আলম চেীধুরী, ঐ
৯। সিপাহী মোহাম্মদ হোসাইন,ঐ
১০। সুবেদার আবদুস সোবাহান, ঐ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস